হোম > ফিচার > ক্যাম্পাস

খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের দোয়া

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় মৃত্যুবরণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আছরের নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিবিরের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে দোয়ার আয়োজন করা হয়।

মোনাজাতে শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম মহান আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ গত ১৭ বছর জালিমের স্বীকার হয়েছেন খালেদা জিয়া।

একজন মজলুমকে তুমি শহীদ হিসেবে কবুল করে নিও। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশ ও ইসলামের পক্ষে তিনি অকুতোভয় সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। আলেম সমাজ ও মুসলমানদের বিপদে পাশে দাঁড়িয়েছেন।

আজ তিনি আমাদের ছেড়ে আপনার ডাকে সাড়া দিয়েছেন। তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। তার আধিপত্যবাদের বিরুদ্ধে যেই অবস্থান, আমাদেরকে সেই অবস্থানে শক্তিশালী করে দিন। তার অসমাপ্ত কাজগুলো আমাদের করার তৌফিক দিন।

তার স্বপ্ন ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা যেন গড়তে পারি, সেই সহযোগিতা আপনি আমাদের করুন।

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে চাকসুর ৩ বাস

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক

শিক্ষক হেনস্তার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চবির সকল ক্লাস স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে ক্লাস–পরীক্ষা স্থগিত

খালেদা জিয়ার মৃত্যু, জকসু নির্বাচন স্থগিতের ইঙ্গিত

শিক্ষার্থীদের ফোনে ছাত্রদল প্যানেলের ভোট চেয়ে বার্তা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জকসু নিয়ে ন্যারেটিভের জরিপ, শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির