হোম > ফিচার > স্বাস্থ্য

বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

স্টাফ রিপোর্টার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিশ্ব হার্ট দিবস উদযাপন করেছে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। সোমবার হাসপাতালে এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ ক্যাম্পের আয়োজন করা হয় বলে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে আসা দর্শনার্থী, রোগীর স্বজন ও অন্যান্যরা এ ক্যাম্পে তাদের হার্টের অবস্থা সম্পর্কে জানতে পারেন, গ্রহণ করেন বিশেষ সেবা। সকালে আয়োজিত সেমিনারে হৃদরোগ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আসিফুদ্দোজা আসিফ। অধিবেশনে চেয়ারম্যান ছিলেন ডা. আবদুজ জাহের।

কো চেয়ারম্যান ছিলেন ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান। প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ন দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) ও ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ।

ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের নির্বাহী ডিরেক্টর (মার্কেটিং ও কমার্শিয়াল) এস এম নূর হোসাইন, ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চলছে ‘বিশেষ সেবা পক্ষ’। সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের আওতায় হার্টের অবস্থা সম্পর্কে জানা যাবে, পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।

স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে চায় বারডেম

বিশ্বজুড়ে ছড়াচ্ছে মারাত্মক ফ্লু ভ্যারিয়েন্ট, যে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা

অটিজম : ভিন্নতা মানেই অসম্পূর্ণতা নয়

ফুসফুসের ক্যানসার: সচেতনতা ও প্রতিরোধ

শিশুর চোখ ভালো রাখে যে খাবার

শীতে নাক বন্ধ হয় কেন?

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০

ডেঙ্গু কাড়লো আরও ৩ প্রাণ, হাসপাতালে ৪২১

নিউরোসায়েন্সস হাসপাতাল অভিভাবকের ভূমিকা রাখবে

কিডনি রোগের আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা