হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

এনইআইআর বাস্তবায়নে ২০ হাজার ফোন ব্যবসায়ী পথে বসবে

আতিকুর রহমান নগরী

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ীরা। ছবি : আমার দেশ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়ন হলে ২০ হাজার ব্যবসায়ী পথে বসবে বলে উদ্বেগ প্রকাশ করেছে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা।

আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মোল্লা জানান, ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় ২০ হাজার হ্যান্ডসেট ব্যবসায়ী আছে। প্রায় ২০ লাখ মানুষ এই ব্যবসার সাথে সরাসরি জড়িত। এনইআইআর বাস্তবায়ন হলে সবাই বেকার হবে।

তিনি বলেন, আমরা যখন এ বিষয় নিয়ে সোচ্চার আছি, তখন আমাদের কমিউনিটির নেতা পিয়াসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে আন্দোলন শুরু করা হবে।

তিনি আরো বলেন, কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য সরকারের এক উপদেষ্টা এনইআইআর বাস্তবায়ন করছে। ব্যবসায়ীরা এটা রুখে দেবে।

সংবাদ সম্মেলনে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই

উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ

আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে থাকবে আধুনিক কম্পিউটার ল্যাব

মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্কবার্তা বিটিআরসির

ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, যেসব সুবিধা থাকছে

ক্যাবল বনাম ওয়াই-ফাই ইন্টারনেট

বিদ্যুতের সংকটে সৌরচালিত গ্যাজেট

শিশু-কিশোরদের ইন্টারনেট ব্যবহার

হোয়াটসঅ্যাপের জন্মকথা

রেনো ১৫ সিরিজ ফাইভজি