হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

কেন আপনার গুগল ড্রাইভ ব্যবহার করা উচিত?

আহমেদ আরিফ

মোবাইল ও কম্পিউটার ব্যবহারকারীদের জন্য গুগলের অন্যতম জনপ্রিয় একটি সেবা হলো গুগল ড্রাইভ। বিশ্বের অনেক দেশে গুগল ড্রাইভ জনপ্রিয় হলেও বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের বড় একটি অংশই গুগল ড্রাইভের সুবিধা সম্পর্কে অসচেতন। মজার ব্যাপার হচ্ছে, অনেক স্মার্টফোনে বাই ডিফল্ট গুগল ড্রাইভ ইন্সটল থাকার পরও অনেকেই গুগল ড্রাইভ অ্যাপটি কখনো ওপেন করে দেখার প্রয়োজন মনে করে না।

গুগল ড্রাইভ কী এবং কেন?

গুগল ড্রাইভ হচ্ছে ক্লাউডভিত্তিক ফাইল স্টোরেজ পরিষেবা। আরও সহজ করে বললে আপনার মোবাইলে/কম্পিউটারের সংরক্ষিত ছবি, ভিডিও কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যাকআপ হিসেবে কোথাও নিরাপদে রাখার সুবিধা। ধরুন আপনার শখের স্মার্টফোনটি নষ্ট/চুরি হয়ে গেল। গুগল ড্রাইভে যদি নষ্ট/চুরি হয়ে যাওয়া ফোনের ছবি, ভিডিও কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যাকআপ হিসেবে থাকে, তাহলে সহজেই নতুন কেনা মোবাইলে ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ডাউনলোড করতে পাবেন। শর্ত একটাই, নষ্ট কিংবা হারিয়ে যাওয়া মোবাইলে যে জিমেইলটি লগইন করা ছিল, সে জিমেইল অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে হবে।

গুগল ড্রাইভে স্টোরেজ লিমিট

গুগল ড্রাইভে একজন ইউজার সর্বোচ্চ ১৫ জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন। ১৫ জিবির বেশি আপলোড করতে হলে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। তাই গুগল ড্রাইভে ফাইল আপলোড করার সময় অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও আপলোড করা উচিত নয়।

গুগল ড্রাইভ কি নিরাপদ?

প্রয়োজনীয় ফাইল ব্যাকআপ রাখার জন্য গুগল ড্রাইভ নিরাপদ। কিন্তু ততক্ষণ পর্যন্ত নিরাপদ, যতক্ষণ পর্যন্ত আপনি সচেতন। কোনো কারণে আপনি অন্য কারও কম্পিউটার/মোবাইলের ব্রাউজারে জিমেইলে লগ ইন করলেন, কিন্তু কাজ শেষে লগ আউট করতে ভুলে গেলেন। সেক্ষেত্রে যার কম্পিউটার/মোবাইল ডিভাইসে লগ ইন করেছেন, সে আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ থাকা ছবি, ভিডিও ও ডকুমেন্ট সহজেই দেখতে পাবে। তাই কারও কম্পিউটার/ মোবাইলের ব্রাউজারে লগ ইন করার পর ভুলে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে জিমেইলের পাসওয়ার্ড পাল্টে ফেলুন।

নানা কারণে মোবাইল সার্ভিস সেন্টারে দেওয়ার প্রয়োজন হয় । ধরুন, কোনো কারণে আপনার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেল। সার্ভিস সেন্টারে দেওয়ার আগে অবশ্যই ফ্যামিলির যে কারও মোবাইলের ব্রাউজার দিয়ে জিমেইলে লগ ইন করুন। এরপর গুগল ড্রাইভে সংরক্ষিত ব্যাকআপ ফাইলগুলো ডাউনলোড করে নিন । ডাউনলোড শেষে গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইলগুলো ডিলিট করে দিন । ডিলিট করার পর গুগল ড্রাইভের Trash অপশনে গিয়ে Empty Trash-এ ক্লিক করে Delete Forever-এ ক্লিক করলেই সব ফাইল মুছে যাবে। এরপর মোবাইল সার্ভিস সেন্টারে দিন।

স্মার্টফোনে সিনেমাটিক ভিডিও

নির্বাচনকে সামনে রেখে ডিপফেকের ছড়াছড়ি

এআই আবেগ বুঝতে পারে না

কোন সিস্টেমে কম মেইনটেন্যান্স লাগে?

উদ্ভাবন ও দক্ষ প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য: ফয়েজ তৈয়ব

অস্ত যাওয়ার সময় সূর্য কেন কমলা-লাল রং ধারণ করে

ফেসবুক অ্যাপে আসছে বড় পরিবর্তন

সরকার সারা দেশে দ্রুতগতিতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি

এআই ভিডিও এডিটিং