হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

এসির রিমোর্টই কমাবে বিদ্যুৎ বিল

তথ্য-প্রযুক্তি ডেস্ক

এসি এখন আর কোনো বিলাসিতার সামগ্রী নয়। শহর বা গ্রামে গরমে স্বস্তির জন্য অনেকেই এসি ব্যবহার করেন। মাস শেষে দেখা যায় বিদ্যুৎ বিল বেশি আসায় মাথায় হাত পড়ে অনেকের। তবে এসি ব্যবহারের কিছু কৌশল যদি জানা থাকে তাহলে বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

এসির রিমোর্টেই আছে বিদ্যুৎ খরচ কমানোর কৌশল। প্রায় প্রতিটি এসিতে একটি ইকো মোড থাকে। এই ইকো মোডে এসি চালানো বিদ্যুৎ ব্যবহারে অনেকটা কমিয়ে দেয়। কিন্তু অনেকেই এই ইকো মোড চালানোর সুইচ সম্পর্কে জানেন না। জানলেও, তারা গুরুত্ব দেন না। এছাড়াও কীভাবে এটি ব্যবহার করতে হয় তা জানেন না।

এছাড়া সময়ের জন্য এসির সঙ্গে বৈদ্যুতিক ফ্যান চালানো যেতে পারে। তারপর ঘর ঠান্ডা হলে, এটি বন্ধ করা যেতে পারে। আপনার ঘরে সরাসরি সূর্যালোক না পড়লে, ঘর দ্রুত ঠান্ডা হবে। এছাড়াও এসি কম কাজ করবে।

বাড়িতে সরাসরি সূর্যের তাপ যদি পড়ে তাহলে ঘরের এসির কার্যকারিতা বাড়িয়ে দেয়। ফলে বিদ্যুৎ খরচও বেশি হবে। আপনার বাড়ি যদি হয় এক তলা, তাহলে বাড়ি ঠান্ডা করতে কিছুটা সময় লাগবে। আপনি ২২ বা ২৩ ডিগ্রি সেলসিয়াসে কিছু সময়ের জন্য এসি চালাতে পারেন। তারপর বাড়ি কিছুটা ঠান্ডা হলে, আপনি এটি ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করতে পারেন। এর ফলে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।

এছাড়া বিশেষজ্ঞরা এসিকে নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন। এসি ফিল্টারকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে একবার পরিষ্কার করতে হবে। ধুলা জমলে, এসির ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এর ফলে, এটি দীর্ঘ সময় ধরে চালাতে হয়। এর ফলে বিদ্যুৎ বিলও বাড়ে।

মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্কবার্তা বিটিআরসির

ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, যেসব সুবিধা থাকছে

ক্যাবল বনাম ওয়াই-ফাই ইন্টারনেট

বিদ্যুতের সংকটে সৌরচালিত গ্যাজেট

শিশু-কিশোরদের ইন্টারনেট ব্যবহার

হোয়াটসঅ্যাপের জন্মকথা

রেনো ১৫ সিরিজ ফাইভজি

ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

চার্জে রেখেই ল্যাপটপে কাজ করে যে ভুল করছেন

চ্যাটজিপিটির উত্তরে হতবাক সবাই