হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

জেমিনি এবার ব্যবহারকারীর ইমেইল ও ডকুমেন্ট পড়বে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বর্তমানে নতুন আপডেটের মাধ্যমে এখন ব্যবহারকারীর আরও ব্যক্তিগত ও গোপন তথ্যে প্রবেশ করতে পারবে জেমিনাই। সব ইমেইল ও ডকুমেন্ট পড়তে পারবে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট জেমিনি।

গুগল বলেছে, এখন ব্যবহারকারীদের ইমেইল ও ব্যক্তিগত ডকুমেন্ট দেখার মাধ্যমে আরও প্রাসঙ্গিক ও সঠিক উত্তর দিতে পারবে তাদের এআই টুলটি।

গত বছর চালু হওয়া জেমিনির ‘ডিপ রিসার্চ’ ফিচারটি ব্যবহার করে আগে কেবল ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে পেতে পারতেন ব্যবহারকারীরা।

বর্তমানে এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীর ইমেইল, ডকুমেন্টসহ আরও ব্যক্তিগত তথ্য পড়বে ও ব্যবহার করবে ফিচারটি। ফলে অ্যাপটি এখন ব্যবহারকারীর আরও ব্যক্তিগত ও গোপন তথ্য প্রবেশ করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

গুগল বলেছে, জেমিনিকে জিমেইল, ড্রাইভ ও চ্যাটিং থেকে প্রাসঙ্গিক তথ্য নেওয়ার সক্ষমতা দেওয়ার বিষয়টি ব্যবহারকারীদের ‘সবচেয়ে বেশি চাওয়া ফিচারের’ মধ্যে একটি।

বুধবার এক ব্লগ পোস্টে গুগল বলেছে, এবার আপনি জিমেইল, ড্রাইভ বা ডকস, স্লাইডস, শিটস, পিডিএফ এবং গুগল চ্যাট থেকে সরাসরি তথ্য নিয়ে আরও বিস্তৃত ও পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে পারবেন। পাশাপাশি ওয়েবের বিভিন্ন উৎস থেকেও তথ্য যোগ করা যাবে।

“এবার ডিপ রিসার্চ ব্যবহার করে এক নতুন পণ্যের বাজার বিশ্লেষণ করতে পারবেন, যা আপনার দলের প্রাথমিক ব্রেইনস্টর্মিং ডকুমেন্ট, ইমেইল ও প্রকল্প পরিকল্পনা বিশ্লেষণ করবে। প্রতিযোগী পণ্যের রিপোর্টও তৈরি করতে পারবেন, যেখানে পাবলিক ওয়েবের তথ্য আপনার কৌশল, স্প্রেডশিট ও টিম চ্যাটিংয়ের সঙ্গে মিলিয়ে দেখানো হবে।”

নতুন ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে না। তবে ডেস্কটপে সব জেমিনি ব্যবহারকারীর জন্যই পাওয়া যাবে ফিচারটি এবং কয়েকদিনের মধ্যে মোবাইলে ব্যবহারকারীদের জন্যও চালু হবে।

এ সর্বশেষ আপডেটটি গুগলের এমন একাধিক নতুন ফিচারের ধারাবাহিকতারই অংশ, যেখানে কোম্পানিটি নিজস্ব অ্যাপের ওপর ভিত্তি করে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও ক্লড-এর নির্মাতা অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন এআই কোম্পানির থেকে এগিয়ে থাকার লক্ষ্য রাখছে।

সার্চ, গুগল ম্যাপস, জিমেইল, ক্রোম ও অ্যান্ড্রয়েডের মাধ্যমে অনলাইন সার্চ, নেভিগেশন, ব্যক্তিগত ইমেইল, ওয়েব ব্রাউজিং এবং মোবাইল অপারেটিং সিস্টেম বাজারের গুরুত্বপূর্ণ শেয়ার ধরে রেখেছে মার্কিন সার্চ জায়ান্টটি।

সেপ্টেম্বরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে জেমিনি একীভূত করে ক্রোমের ইতিহাসে ‘সবচেয়ে বড় আপগ্রেড’ ঘোষণা করেছিল গুগল।

সম্প্রতি ম্যাপসের জন্যও নতুন জেমিনি টুল উন্মোচন করেছে কোম্পানিটি, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।

এআই যুগে এবার আইবিএম থেকে ছাঁটাই ৮ হাজার

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু: ফয়েজ

এআই কি সত্যিই কেড়ে নিচ্ছে আমার-আপনার চাকরি

গুগল ক্রোমে এআই মোড এখন আরও সহজ

অচেনা এলাকায় ঘোরাঘুরি আরো সহজ করবে গুগল ম্যাপ

সরকারি ফ্রিল্যান্সার ওয়েবসাইট ব্যবহারকারীদের আস্থাহীনতা

স্যাটেলাইটের জন্মকথা

গ্রাহক পর্যায়ে বাড়ছে ইন্টারনেটের দাম

হ্যাকারদের ব্যবহৃত প্রযুক্তি

ল্যাপটপে সবসময় চার্জার লাগিয়ে রাখবেন?