হোম > ফিচার > লেখাপড়া

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা প্রথম পত্র

মো. খাবিরুল ইসলাম (খালিদ)

দ্বাদশ পর্ব

পহেলা বৈশাখ

কবীর চৌধুরী

■ বহনির্বাচনি প্রশ্ন

১. কবীর চৌধুরী কী হিসেবে ভূষিত হন?

(ক) জাতীয় নাট্যকার (খ) জাতীয় শিল্পী

(গ) জাতীয় অধ্যাপক (ঘ) জাতীয় অভিনেতা

২. বাংলা সাহিত্যে অবদানের জন্য কবীর চৌধুরী কোন পুরস্কার পান?

(ক) বাংলা একাডেমি (খ) আলাওল সাহিত্য পুরস্কার

(গ) ম্যাগসাস পুরস্কার (ঘ) আনন্দ পুরস্কার

৩. কবীর চৌধুরী কতসালে মৃত্যুবরণ করেন?

(ক) ২০১০ (খ) ২০১১

(গ) ২০১২ (ঘ) ২০১৩

৪. নবর্ষের ঐতিহ্য কেমন?

(ক) আধুনিক (খ) সাম্প্রদায়িক

(গ) সুপ্রাচীন (ঘ) সাম্প্রতিক

৫. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন?

(ক) নওরোজ (খ) জাতীয় উৎসব

(গ) অনন্য উৎসব (ঘ) বর্ষবরণ উৎসব

৬. পহেলা বৈশাখ আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল কোনটি?

(ক) গ্রামবাংলা (খ) শহর

(গ) মফস্বল (ঘ) নগর

৭. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) আবুল ফজল (খ) তানসেন

(গ) বীরবল (ঘ) ফেরদৌসি

৮. ‘শভিনিস্টিক’ শব্দটির অর্থ কী?

(ক) আত্ম অহংকার (খ) আত্মগৌরব মতবাদী

(গ) পরশ্রীকাতরতা (ঘ) আত্মোপলব্ধি

৯. ‘এ অঞ্চলের ঐতিহ্য তো তা নয়’Ñ কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে?

(ক) ধর্মান্ধতা (খ) অশিক্ষা

(গ) বুর্জোয়া বিলাস (ঘ) আত্মগৌরব

১০. স্বাদেশিকতা বলতে কী বোঝায়?

(ক) দেশপ্রেমিকতা (খ) দেশের জন্য স্বার্থত্যাগ

(গ) স্বদেশি আন্দোলন (ঘ) নিজের দেশ

১১. ‘রাখি বন্ধন’ উৎসব কখন হয়?

(ক) বৈশাখী পূর্ণিমায় (খ) আষাঢ়ী পূর্ণিমায়

(গ) শ্রাবণী পূর্ণিমায় (ঘ) মাঘী পূর্ণিমায়

১২. সব জাতির মধ্যেই নববর্ষ উদযাপনে দেখা যায়Ñ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

১৩. পহেলা বৈশাখ হলো বাঙালি জাতিরÑ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাওÑ

হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোনজন!

কাণ্ডারি বল, ডুবিছে মানুষ-সন্তান মোর মার।

১৪. চরণ দুটিতে কোন বিষয় ফুটে উঠেছে?

(ক) সাম্প্রদায়িক চেতনা (খ) অসাম্প্রদায়িকতা

(গ) ধর্মীয় চেতনা (ঘ) অন্তর-বেদনা

১৫. এই চেতনা লালন করলে আমরা পাবÑ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

■ উত্তরমালা

১. গ ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. গ

অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসা পেতে যা করতে হবে

চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত : আবেগ নয়, যুক্তির ভিত্তিতে

মাছ কীভাবে অক্সিজেন নেয়

সুইডেনে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা কেন প্রয়োজন

বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করল যুক্তরাজ্য

ইংরেজি শেখার সহজ ও কার্যকর কৌশল

বিদেশে উচ্চশিক্ষা : প্রস্তুতি, পরিকল্পনা ও পরামর্শ

এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র

জার্মানিতে পড়াশোনা