হোম > সাহিত্য সাময়িকী

কবিদের জলসায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

‎বিশ্ব ব্যবস্থায় বিরাজিত সত্য ও সৌন্দর্যকে উদ্ভাসিত করার বলিষ্ঠ মাধ্যম সাহিত্য ও কবিতা। ইসলাম কবিতার এই শক্তি ও সৌন্দর্যকে স্বীকৃতি দেয়। মহানবী (সা.) কবিতায় মুগ্ধ হয়ে নিজের গায়ের মূল্যবান চাদর দিয়ে কবিকে সম্মানিত করেছিলেন।

‎শনিবার ঢাকার ফার্মগেটে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত কবিতা পাঠের আসরে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

‎মহানবী (সা) এর আগমনী মাস রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল ‘কবিদের জলসার ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’। তাতে অংশগ্রহণকারী কবিরা মহানবী (সা:) এর শানে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন।

‎মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কবি মুজতাহিদ ফারুকী, কবি জাকির আবু জাফর ও আমিরুল মুমিনীন মানিক। সঞ্চালনায় ছিলেন গবেষক আশরাফুল ইসলাম।

‎বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সূচনা বক্তব্যের মাধ্যমে কবিতা পাঠের এই আসর শুরু হয়। এতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জামাল উদ্দিন বারী, কবি তাজ ইসলাম, কবি মালেক মাহমুদ, কবি রহমান মাজেদ, কবি মুহাম্মদ ইসমাঈল,কবি রবিউল মাশরাফী, কবি মৃধা আলাউদ্দিন, কবি ইসমাইল মুফিজী, কবি আমিন আল আসাদ, কবি জাফর পাঠান, কবি শাহ সিদ্দিক, কবি মুহাম্মদ হুমায়ুন কবীর, কবি মনসুর আজিজ, কবি মুর্শিদ-উল-আলম, কবি গোলাম নবী পান্না, কবি আলতাফ হোসেন রানা কবি জাবির জাহিদ, কবি নজরুল ইসলাম নিশা, কবি ইবনে আবদুর রহমান, কবি উবায়দুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নওয়াব সলিমুল্লাহ

‘আপনার মুরিদ সলিমুল্লাহ’

বঙ্গভঙ্গ এবং নবাব সলিমুল্লাহর নেতৃত্ব

স্মৃতি, প্রকৃতি ও আত্মানুসন্ধানের কাব্য

যেভাবে বেড়ে উঠি (চতুর্থ পর্ব)

প্যারালাল ইউনিভার্স থেকে

আজাদির লড়াইয়ে ম্যাগনানিমাস হাদি

হাছন মানসের ধারা ও তার সাহিত্য (শেষ পর্ব)

যেভাবে বেড়ে উঠি (তৃতীয় পর্ব)

যেভাবে বেড়ে উঠি