হোম > জাতীয়

শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৪টার দিকে মিছিলটি হাইকোর্টের গেইটের সামনে গেলে পুলিশ বেরিগেড দিয়ে আঁটকে দেয়। এর আগে বিকেল সোয়া তিনটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ মিছিল শুরু হয়।

মিছিল চলাকালীন শিক্ষকরা বিভিন্ন স্লোগান দেন। ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০% বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ’ –এমন বিভিন্ন প্রতীকী ও প্রতিবাদসূচক স্লোগান দেন তারা।

জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ছি কিন্তু আমাদের স্বীকৃতি ও নিরাপত্তা এখনো নিশ্চিত নয়। খালি থালা হাতে নামা আমাদের বঞ্চনা ও অসম্মানের ভাষা।

শনিবার রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নেই। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। এটি শুধুই প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের বঞ্চনার কান্না।

গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।

সরকার এর মধ্যে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, প্রজ্ঞাপনে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী গণমাধ্যম পোর্টাল বিনা নোটিসে বন্ধ হবে

মসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়নে মিশনের কর্মশালা

মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি সরকারের মেনে নেওয়া সম্ভব নয়

আজ বিশেষ আদেশের খসড়া পাবে ঐকমত্য কমিশন

একযুগে সড়কে ঝরল লক্ষাধিক প্রাণ, আহত দেড় লাখ

ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে যে আলোচনা হলো

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা আজ