হোম > জাতীয়

১২ ফেব্রুয়ারি ইলেকশন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। অনেক সময়, আরো ইলেকশন হয়েছে কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না। সব কিছু পজিটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন।

উপদেষ্টা আরো বলেন, অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করছি— এক্ষেত্রে সেটা হবে না। আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদেরকে শক্তিশালী করুণ এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন— মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ পুলিশ সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঞ্চে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

প্রার্থিতা হারালেন ১৭ জন

ভারতীয় সংবাদমাধ্যমে তীব্র জামায়াতবিরোধী প্রচারণা

ট্রাম্পকে বাংলাদেশে দাওয়াত দিলেন শফিক রেহমান

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সপ্তম দিনে ইসিতে আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী

সাংবাদিকদের নির্বাচন বিষয়ক দক্ষতা উন্নয়নে পিআইবির প্রশিক্ষণ

বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না

রাষ্ট্রের কাছে যা চাইলেন হাদির স্ত্রী

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ

শহীদ জিয়া ও বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত: মাহমুদুর রহমান