ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে দলটির আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হচ্ছে।
জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিকেলে মিরপুর-১০ নম্বরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমাবেশে নিরাপত্তার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।