হোম > জাতীয়

আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ ইসির

সংসদ নির্বাচন

স্টাফ রিপোর্টার

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ জানুয়ারি রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ জানুয়ারি) ইটিআই-এর উপ-পরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে এই বাহিনীর সদস্যদের সঠিক দিকনির্দেশনা প্রদান ও নির্বাচনি ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রয়োজন।

ইসি জানায়, দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে সকাল ৯টায়। এতে বাহিনীর প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক বা পরিচালক (রেঞ্জ) এবং সব জেলার জেলা কমান্ড্যান্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত করার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগকে চিঠি পাঠাতে নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন ২৪৯ জন। প্রধান দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীকে ২৮৮ জন, দাঁড়িপাল্লায় ২২৪ জন এবং হাতপাখা প্রতীকে ২৫৩ জন প্রার্থী মাঠে রয়েছেন।

ইতোমধ্যে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালানো যাবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

গুজব রুখতে মূলধারার সংবাদমাধ্যমকে শক্তিশালী হতে হবে

দ্বৈত নাগরিকদের মনোনয়নপত্র বাতিলের দাবি

আগামী বিশ্বযুদ্ধ প্রাকৃতিক সম্পদ কেন্দ্রিক হতে পারে: ফরিদা আখতার

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

বিলম্বে আসা পোস্টাল ব্যালট গণনায় আসবে না: ইসি

শহীদের রক্তের প্রতি শ্রদ্ধাশীলরা ‘হ্যাঁ’ ভোট দেবেন

বিকেল সাড়ে ৪টার পর কোনো পোস্টাল ব্যালট গণনা হবে না: ইসি

মুসাব্বিরকে হত্যা, নির্দেশদাতা কে এই দিলীপ

যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা