নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সীমানা অনুযায়ী, ঢাকা জেলা ও ঢাকা মহানগর মিলিয়ে বর্তমানে ২০টি সংসদীয় আসন রয়েছে। ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা এবং পার্শ্ববর্তী উপজেলা নিয়ে আসনগুলো গঠিত হয়েছে।
জনসংখ্যার ঘনত্ব ও নগর সম্প্রসারণের কারণে একেকটি আসনের এলাকা একেক আসনের মধ্যে পড়েছে। চলুন জেনে নেওয়া যাক ঢাকার কোন এলাকা কোন আসনে পড়েছে।
ঢাকা–১: দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে আসনটি গঠিত। এর অবস্থান রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।
ঢাকা–২: কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরবর্তী। কেরানীগঞ্জের তারানগর, কলাতিয়া, হযরতপুর, রোহিতপুর, শাক্তা, কালিন্দী ও বাস্তা ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়ন এই আসনের অন্তর্ভুক্ত।
ঢাকা-৩: কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন (আগানগর, কোন্ডা, শুভাঢ্যা, তেঘরিয়া, জিনজিরা) এই আসনে পড়েছে।
ঢাকা-৪: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত (শ্যামপুর ও কদমতলী থানা এলাকা)।
ঢাকা-৫: এই আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা)।
ঢাকা–৬: আসনটিতে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড। সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি (আংশিক) থানা নিয়ে গঠিত এই আসন।
ঢাকা–৭: লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর (আংশিক) ও কোতোয়ালি (আংশিক) থানা এলাকা নিয়ে গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাধীন।
ঢাকা–৮: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড (মতিঝিল ও রমনা এলাকা) নিয়ে আসনটি গঠিত হয়েছে।
ঢাকা–৯: এই আসনে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড। সবুজবাগ, মতিঝিল (আংশিক) ও ডেমরা (আংশিক) নিয়ে এই আসন গঠিত।
ঢাকা–১০: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাধীন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত হয়েছে এই আসন।
ঢাকা–১১: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এই আসনে পড়েছে। আসনটি রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে গঠিত।
ঢাকা–১২: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড এই আসনে পড়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসন।
ঢাকা–১৩: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাধীন। লালমাটিয়া, মোহাম্মদপুর, আসাদগেট, শ্যামলী, বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, বসিলা, ইউল্যাব ইউনিভার্সিটি, বেতার, নিউরো সায়েন্স হাসপাতাল, মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা এই আসনের অন্তর্ভুক্ত।
ঢাকা–১৪: এই আসনে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড (মিরপুর, শাহ আলী ও দারুসসালাম এলাকা) এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনয়ন।
ঢাকা–১৫: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। এর মধ্যে পড়েছে তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়া এলাকা।
ঢাকা–১৬: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড (পল্লবী ও রূপনগর থানা এলাকা) এই আসনের আওতাধীন।
ঢাকা–১৭: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা আসনটির অন্তর্ভুক্ত। এ আসনের আওতায় রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ।
ঢাকা–১৮: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা এই আসনে পড়েছে। এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে আসনটি গঠিত।
ঢাকা–১৯: সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন এবং সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।
ঢাকা–২০: আসনটি ধামরাই উপজেলা নিয়ে গঠিত।