হোম > জাতীয়

আন্দোলন প্রত্যাহার, আজ ক্লাসে ফিরছেন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষকরা

স্টাফ রিপোর্টার

একাদশ গ্রেডের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দশম গ্রেডে বেতনের দাবিতে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা। অন্যদিকে আশ্বাসে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার তারা ক্লাসে ফিরছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি সোমবার রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও দুদিন ধরে কর্মবিরতি চালিয়ে আসছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষরা ।

এর আগে সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার হয়।

রাত ৮টার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে খায়রুন নাহার লিপি বলেন, ‘আমাদের একাদশ গ্রেডে বেতন দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থ মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে, এমনটা আগে কখনও দেয়নি।

‘আমরা মঙ্গলবার থেকে সব কর্মসূচি প্রত্যাহার করব। শহীদ মিনারে গিয়ে নেতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আগামীকাল থেকেই আমরা ক্লাসে ফিরে যাব।’

লিপি বলেন, দশম গ্রেডে বেতন আমাদের প্রাণের দাবি, এ দাবিটা সহকারী শিক্ষকদের চলমান থাকবে। প্রধান শিক্ষকরা যেহেতু দশম গ্রেড পেয়েছেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরীখে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডকে যুক্তিযুক্ত মনে করে। এ মুহূর্তে আমরা মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটিও একটি যুগান্তকারী ফসল। কারণ আমরা বারোতম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম।

এই শিক্ষক নেতা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যেহেতু আমাদের একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের নিশ্চয়ণ করেছে যে এগারোতম গ্রেড দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনে দেবে এবং পে কমিশন থেকে দ্রুত প্রেরণ করবে অর্থ মন্ত্রণালয়ে এবং যতদূর সম্ভব দ্রুত সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে উন্নীত করবে বলে আমাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এটাই আমি মনে করি এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনেক বড় বিজয় এবং আন্দোলনের অনেক বড় ফসল।

‘অবশ্যই আজকে যদি এগারোতম গ্রেড নিশ্চয়ণ না হত, কোনোক্রমেই আমরা শহীদ মিনার থেকে সরে যেতাম না। সকলের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে যেহেতু প্রেস বিজ্ঞপ্তি মানেই আমাদের কাছে প্রজ্ঞাপন, সেটি যেহেতু আমরা হাতে পেয়েছি, তাই চলমান যে আন্দোলন, সেটি আমরা প্রত্যাহার করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এগারোতম গ্রেডে বেতন চূড়ান্ত হয়েছে।’

শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাও ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিক সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল উন্নীত করার বিষয়ে অর্থ সচিব বলেন, ‘বেতন গ্রেড ১১তমতে উন্নীত করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবটি অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশন ২০২৫ এ পাঠিয়েছে, যা জাতীয় বেতন কমিশনের বিবেচনাধীন রয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ পাওয়ার পরে অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের দশম গ্রেড ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতা প্রসঙ্গে অর্থ সচিব বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে একটি প্রস্তাব করলে অর্থ বিভাগ বিষয়টি পর্যালোচনা করবে। শিক্ষকদের শতভাগ পদোন্নতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে।

কর্মবিরতি প্রত্যাহার

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করেছেন। ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় আশা পত্রের পর্যবেক্ষণে শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সমস্যা নিরসনের লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষা সচিবের আহ্বানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা আন্দোলন বাস্তবায়ন কমিটি নেতাদের সঙ্গে বিকেলে তিনটায় আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় নেতারা সন্তুষ্ট হয়ে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুদানভুক্ত মাদরাসাগুলোর জন্য দ্রুততম সময়ের মধ্যে ডিসিদের মাধ্যমে তথ্য নিয়ে এমপিও কার্যক্রম চূড়ান্ত করবেন বলে তাদের আশ্বস্ত করা হয় এবং দ্বিতীয় ধাপে অনুদান বিহীনদের এমপিওভুক্তির গণবিজ্ঞ জারি করার আশ্বাস দেওয়া হয়।

শতভাগ উৎসব ভাতাসহ ৮ দাবি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের

শতভাগ উৎসব ভাতাসহ আট দফা দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা। সরকার অবিলম্বের তাদের দাবি মেনে না নিলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরিষদের জাতীয় প্রতিনিধি সভা এবং জাতীয় প্রতিনিধি সভায় আন্দোলনের কর্মসূচি প্রণয়ন ও মহাসমাবেশের তারিখ নির্ধারণ করার কথা জানিয়েছে সংগঠনটি।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের ব্যানারে আযোজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে আট দফা দাবি জানান তারা।

দাবির মধ্যে রয়েছে- আগামী ঈদের আগেই কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের একজন প্রতিনিধি অর্ন্তভুক্ত, সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ পেনশন, কর্মচারীদের সার্বজনীন বদলির ব্যবস্থা এবং প্রতি প্রতিষ্ঠানে দু’জন নৈশপ্রহরী নিয়োগ, কর্মচারীদের ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ শিক্ষাভাতা, টিফিনভাতা এবং সরকারি কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া প্রদান, ল্যাব সহকারী কর্মচারীদের ৩য় শ্রেণি কর্মচারী হিসেবে পদায়ন, নন এমপিও কর্মচারীদের এমপিওভুক্তকরণ, ৯ম পে-স্কেলে ১:৪ অনুপাত বাস্তবায়ন, ৩য় শ্রেণি কর্মচারীদের পদবি পরিবর্তন করে ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদবি হিসেবে অর্ন্তভুক্তকরণ এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চতুর্থ কর্মচারীদের পদন্নোতি দিতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব মো. হাবিবুর রহমান (আদনান হাবীব) লিখিত বক্তব্য রাখেন। এসময় প্রধান সমন্বয়কারী আজিজুল হক রাজাসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারির পর গতকাল সোমবার বিষয়টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে এবং বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর হবে। এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে আরো সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে ভাতা প্রদান করা হবে।

নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কাটার নির্দেশ

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার

আদানিকে আংশিক পেমেন্ট দেওয়া হচ্ছে: ফাওজুল কবির

সরকারি মেডিকেল কলেজে আসন কমলো

কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআইয়ে আইসিটিসি সেল খোলা হবে

ফের বাড়লো স্বর্ণের দাম

পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু ১৮ নভেম্বর: ইসি সানাউল্লাহ

বেনজীরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের