হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজার ছবি-ভিডিওতে সয়লাব সোশ্যাল মিডিয়া

আমার দেশ অনলাইন

দেশি-বিদেশি লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আপসহীন এই নেত্রীকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

খালেদা জিয়ার জানাজার ভিডিও ও ছবিতে সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সেখানে নেটিজেনরা নানান অনুভূতি প্রকাশ করছেন। কেউ কেউ এই জানাজাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা বলে অভিহিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ফেসবুক পেজে খালেদা জিয়ার জানাজার বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, জনসমুদ্রে জনগণের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত। ডাকসুর পেজের লেখা ও ছবি ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের পেজে শেয়ার করেছেন।

এছাড়াও লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য খালেদা জিয়ার জানাজার একটি ছবি শেয়ার করে লেখেন, দেশমাতার জন্য জেগে ওঠে বাংলাদেশ।

জুনায়েদ আহমেদ নামের একজন লিখেছেন, বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, শেষ বিদায়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ।

আসাদুজ্জামান নূর লিখেছেন, মোহাম্মদপুর-ধানমন্ডি-শাহবাগ-চীন মৈত্রী সব ক্রস করে গুলিস্তানের দিকেও জানাজার লাইন চলে যাচ্ছে।

মুহাম্মদ আসাদুল্লাহ লিখেছেন, দেশকে ভালোবাসলে দেশ তা বহুগুণে ফিরিয়ে দেয়। ছবিটা কারওয়ান বাজারের। নামাজের অনেক আগে তোলা। যদ্দুর খবর পেয়েছি মানিক মিয়া এভিনিউয়ের ঢেউ ছড়িয়ে পড়েছে শ্যামলী, আগারগাঁও, কারওয়ান বাজার, ধানমন্ডি-কলাবাগান পর্যন্ত। তিনি ছিলেন দেশনেত্রী; আজ দেশ তার জানাজায় দাঁড়িয়ে গেছে। বাংলাদেশপন্থি রাজনীতিবিদদের জীবন কতটা মহিমান্বিত হতে পারে তা আমরা এগারো দিনে দুইবার দেখতে পেলাম। জীবিত সকল রাজনীতিবিদের জন্য এরচেয়ে বড় শিক্ষা আর কী হতে পারে?’

খালিদ সাইফুল্লাহ লিখেছেন, বেগম খালেদা জিয়ার জানাজা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। আপসহীন নেত্রীকে আল্লাহ্ জান্নাত নসিব করুক!

খালেদা জিয়ার জানাজার ময়দানে হাসিনার বিচারের দাবি জনতার

বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন যে তিন আলেম

ধূমপানে জরিমানা: পাবলিক প্লেস বলতে যেসব স্থান বোঝাবে

খালেদা জিয়াকে বিদায় জানাতে ঢাকায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ঢল

২০২৫ সালে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, প্রকাশ্যে ধূমপানে বড় জরিমানা

ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ

বিদেশি অতিথিদের সঙ্গে আসিফ নজরুল ও খলিলুর রহমানের সাক্ষাৎ

৭০ হাজার টন সার ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার