ডিএমপি কমিশনার বললেন
ককটেল হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ‘অভ্যুত্থানের পর ডিএমপি ভঙ্গুর অবস্থায় ছিল। অনেক চেষ্টা ও কষ্ট এবং সবার সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন। এ মনোবল ভাঙার চেষ্টা করা উচিত নয়। মনোবল ভেঙে গেলে নাগরিকদের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে।
বৃহস্পতিবার ডিবির ‘সাইবার সাপোর্ট সেন্টার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শেখ সাজ্জাত বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি এবং অনলাইন জুয়ার মতো অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে, যা নাগরিকদের ব্যক্তিগত ও আর্থিক সুরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি একটি অত্যাধুনিক, প্রযুক্তিনির্ভর সাইবার সাপোর্ট সেন্টার চালু করেছে।
ডিএমপি কমিশনার জানান, এই সেন্টারে অত্যাধুনিক ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স টিম থাকবে। বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীদের অনলাইন হয়রানি রোধে গুরুত্ব দেওয়া হবে। নাগরিকেরা এখন আরো দ্রুত ও কার্যকর সেবা পাবেন এবং সাইবার অপরাধ-সংক্রান্ত অভিযোগ সরাসরি ফেসবুক পেজ (Cyber Support Centre- DB, DMP) বা ইমেইলের (cybersupportdbdmp@police.gov.bd) মাধ্যমে জানাতে পারবেন।
ককটেল নিক্ষেপকারীদের প্রতি গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ সাজ্জাত বলেন, তিনি নিজে কোনো নতুন আইন বা নির্দেশ তৈরি করেননি। তিনি তার অফিসারদের শুধু বিদ্যমান আইনের কথা মনে করিয়ে দিয়েছেন।