হোম > জাতীয়

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে ইশতেহারে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে

বললেন পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ইশতেহারে সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়ন পরিকল্পনা দিতে হবে।

শনিবার ঢাকায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন, পরিবেশ দূষণরোধে আপনাদের নির্বাচিত সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে।

রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের সময় তার মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আমরা সমাধানের প্রক্রিয়াটা শুরু করেছি, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। বায়ু দূষণ, শব্দ দূষণ, ইন্ডাস্ট্রিয়াল পল্যুশন, নদী দূষণ এসবকে অগ্রাধিকার তালিকায় রেখে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে তাদের।

পরিবেশ উপদেষ্টা বলেন,আমাদের বায়ু দূষণের শতকরা ১৩ ভাগ আসে ইটভাটা থেকে। এছাড়া রাস্তার ধুলা, নির্মাণ সামগ্রী উন্মুক্ত রাখা, গাড়ি ঘোড়ার ধোয়া, ময়লা পোড়ানো এগুলোই বায়ু দূষণের মূল কারণ। গাড়ি ঘোড়ার কালো ধোয়া বন্ধে একটা স্ক্র্যাপ নীতিমালা করা হয়েছে। এখন এটা বাস্তবায়ন করতে হবে। আমরা সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারসেড’ হিসেবে ঘোষণা করেছি। ইটভাটা বন্ধের অভিযান চালাতে গিয়ে অনেক আইনি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। ঘুষ দিয়ে এবার কাজ হয়নি, তাই ইটভাটা বন্ধ করতে হয়েছে তাদের; ইটভাটা ১০৬টা থেকে কমিয়ে ৩০টাতে এনেছি।

উপদেষ্টা আরো বলেন, এবার আগের বছরের তুলনায় কম দিন বায়ু দূষণের শীর্ষে থেকেছে ঢাকা। এছাড়া বায়ুদূষণ রোধে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে আমরা হাজার কোটি টাকার প্রকল্প একনেকে পাস করেছি।

তিনি বলেন, শব্দদূষণ রোধে শব্দদূষণ বিধিমালা ২০২৫ তৈরি করা হয়েছে। বন ও বন্য প্রাণী সংরক্ষণেও আলাদা আলাদা বিধিমালা করা হয়েছে। আমরা বিভিন্ন কারণে দখলকৃত হাজার হাজার একর বনভূমি উদ্ধার করেছি। উপদেষ্টা জানান, ঢাকার চারটা নদী আর বিশটা খাল রয়েছে। ছোট ছোট কার্যক্রমের মধ্য দিয়ে খাল খনন করা হয়েছে। এবার ঢাকায় জলাবদ্ধতা কম হয়েছে।

উপস্থিত তরুণদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আশাহত হলে চলবে না, কাজগুলো পদ্ধতিগতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, আহত ১

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি

গুজব রুখতে মূলধারার সংবাদমাধ্যমকে শক্তিশালী হতে হবে

দ্বৈত নাগরিকদের মনোনয়নপত্র বাতিলের দাবি

আগামী বিশ্বযুদ্ধ প্রাকৃতিক সম্পদ কেন্দ্রিক হতে পারে: ফরিদা আখতার

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ ইসির

নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

বিলম্বে আসা পোস্টাল ব্যালট গণনায় আসবে না: ইসি

শহীদের রক্তের প্রতি শ্রদ্ধাশীলরা ‘হ্যাঁ’ ভোট দেবেন