আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক মনিটরিং করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব জানান, যে সমস্ত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
এছাড়া, স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ না করেন সেই বিষয়েওে নির্দেশনা দেওয়া হয়েছে।