হোম > জাতীয়

অনুবাদের মাধ্যমে নজরুলকে বিশ্বে ছড়িয়ে দিতে হবে : খিলখিল কাজী

স্টাফ রিপোর্টার

কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী বলেন, কাজী নজরুল ইসলামের রচনা ও সংগীত আমাদের জাতীয় সম্পদ ৷ কবি নজরুলের রচনাবলী বহির্বিশ্বে পৌঁছানোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষ্যে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নজরুল কতটা সংগ্রামের মধ্য দিয়ে গেছেন, তা নতুন প্রজন্মকে জানাতে হবে। নজরুলকে নতুন প্রজন্মের মাঝে জানাতে কেবল দিবসকেন্দ্রিক স্মরণ করাটাই যথেষ্ট নয় । পাশাপাশি বাংলাদেশের স্কুল-কলেজের সকল ছেলে-মেয়ে তার কবিতা ও গান যেন গাইতে পারে এবং জীবন-কর্ম সম্পর্কে জানতে পারে সেই বিষয়ে দায়িত্বশীল পর্যায়ের ভূমিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। স্কুল কলেজে একটা ছড়া বা কবিতা পাঠ্য বইয়ে আছে কিন্তু একটা ছড়া বা কবিতা নজরুলকে জানার জন্য যথেষ্ট নয় বরং তার পুরা জীবনটা শিক্ষার্থীদের জানানোর উদ্যেগ নেয়ারও আহ্বান জানান তিনি।

খিলখিল কাজী বলেন, নজরুল ইনস্টিটিউট থেকে কিছু অনুবাদ করা হয়েছে। তবে আরো ব্যাপক পরিসরে বাংলা একাডেমি থেকেও নজরুল রচনাবলী অনূদিত হতে পারত। কিন্তু তা হয়নি।

কবির সমাধিতে শ্রদ্ধা জানায়- সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনগুলো। ফুলেল শ্রদ্ধা শেষে কবির সমাধি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও কবিকে স্মরণ করতে রাজধানীসহ সারা দেশে নেয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।

বাংলা ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি নজরুল ইসলাম। মৃত্যুর কয়েক বছর আগে তাকে বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা দেয়া হয়। ১৩৮৩ সনের ১২ ভাদ্র তিনি মারা যান।

গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ফের বাড়তে পারে শীতের তীব্রতা

আগামী সপ্তাহে টানা ৪ দিনের ছুটির সুযোগ

নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ১৬ দেশের প্রতিনিধি

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

নির্বাচনে থাকবেন ১৬ দেশের অর্ধশতাধিক পর্যবেক্ষক

নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন প্রবাসী কর্মীরা

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার