হোম > জাতীয়

আজ বিশেষ আদেশের খসড়া পাবে ঐকমত্য কমিশন

জুলাই সনদ বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষ আদেশের খসড়া আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেবেন বিশেষজ্ঞরা। খসড়াটি নিয়ে বিকালে বিশেষজ্ঞদের সঙ্গে বসে আলোচনা করে চূড়ান্ত করা হতে পারে। এটি চূড়ান্ত করে আগামী শুক্রবারের আগেই সরকারের কাছে সুপারিশ করতে চায় কমিশন।

সংশ্লিষ্টরা জানায়, প্রাথমিক খসড়ায় আদেশটির নাম রাখা হয়েছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’। সংবিধান ও অন্যান্য আইনের পরিপূরক হিসেবে চিন্তা করা এ আদেশের ভিত্তি হবে গণঅভ্যুত্থানে জনগণের অভিপ্রায়ের ক্ষমতাবলে বিশেষ পরিস্থিতিতে জারি করা। আদেশের শেষভাগে গণভোটের প্রশ্ন এবং পরিশিষ্টে জুলাই জাতীয় সনদ থাকবে।

জানা গেছে, আদেশের ভিত্তি, ভাষা ও বিষয়বস্তু এবং আইনি দিকসহ বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ করে খসড়া তৈরি করছেন কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের ছয় সদস্য। তাদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত দুই বিচারপতি, তিন আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। খসড়াটি প্রস্তুত করা শেষ পর্যায়ে আছে।

সূত্র মতে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে একটি বিশেষ আদেশ জারি করে তার ওপর গণভোট এবং পরবর্তী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) দিয়ে সংবিধানে যুক্ত করার কথা থাকছে।

এছাড়া জুলাই জাতীয় সনদে আপত্তি (নোট অব ডিসেন্ট) থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন আদেশে কীভাবে অন্তর্ভুক্ত হবে, তা চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। সূত্র জানায়, আপত্তি বাস্তবায়নের বিষয়টিও আদেশে রাখার কথা ভাবা হচ্ছে। সেটি কীভাবে রাখা হবে, তা এখনো ঠিক হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও সনদ বাস্তবায়ন চান কি না, এ রকম প্রশ্ন গণভোটে রাখা হতে পারে। আরেকটি হতে পারে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন চান কি না, এই প্রশ্নে গণভোট। এর বিকল্প হিসেবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর), সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি প্রশ্নে গণভোট দেওয়া হতে পারে।

আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি: আসিফ নজরুল

কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী গণমাধ্যম পোর্টাল বিনা নোটিসে বন্ধ হবে

মসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়নে মিশনের কর্মশালা

মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি সরকারের মেনে নেওয়া সম্ভব নয়

একযুগে সড়কে ঝরল লক্ষাধিক প্রাণ, আহত দেড় লাখ

ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে যে আলোচনা হলো

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা আজ