হোম > জাতীয়

বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি থাকবে সব বাংলাদেশির বুকে

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি সব বাংলাদেশিদের বুকে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।

শনিবার রাজধানীর মানিক মিয়ায় অ্যাভিনিউয়ে জুলাই শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, হাদি কোথাও হারিয়ে যাবে না। কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর কাছে আমানত রাখলাম। আমরা সবসময় তোমার কথা রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।

তিনি বলেন, নির্বাচনের যে প্রক্রিয়া হাদি শিখিয়ে গেছেন সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। কীভাবে প্রচারণা চালাতে হয়, কীভাবে মানুষের কাছে যেতে হয়- তুমি সবকিছুর শিক্ষা দিয়ে গেছ। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ লাখ লাখ মানুষ হাজির হয়েছেন। পথে ঢেউয়ের মতো লোক আসছে। এই মুহূর্তে কোটি কেটি মানুষের চোখ এখানে। তারা তাকিয়ে রয়েছে হাদির বিষয়ে জানার জন্য।

হাদির কাছে ওয়াদা করতে এসেছেন জানিয়ে তিনি বলেন, তুমি যা বলে গেছ, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সে ওয়াদা করার জন্য আমরা একত্রিত হয়েছে। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে দেশের সব মানুষ পূরণ করবে। তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি, তোমার যে ওঠাবসা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তা নিয়ে সবাই প্রশংসা করছে। সেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে।

শহীদ হাদি কানে এমন এক মন্ত্র দিয়ে গেছেন, সেটা বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চিরদিন আমাদের কানের পাশে বাজবে তোমার সেই মন্ত্র। তোমার মন্ত্র হলো ‘বল বীর, চির উন্নত মম শির’-এই মন্ত্র সব বাংলাদেশি ধারণ করবে। সবার মাঝে থাকবে তুমি। বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। আমরা দুনিয়ায় সবার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথানত করবো না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছ, আমরা সেটা পূরণ করে যাবো।

জানাজার আগে প্রধান উপদেষ্টা ছাড়াও ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বক্তব্য দেন এবং শহীদ হাদির জীবনপঞ্জি পাঠ করেন। আরো বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

এদিন প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ হাদির জানাজায় অংশ নেন। শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন তারা। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আজ, সামরিক মর্যাদায় হবে দাফন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, সাতদিনে গ্রেপ্তার ৫৯৪৯

শহীদ ওসমান হাদির কবর দেখতে রাতেও মানুষের ভিড়, থাকবে পুলিশি প্রহরা

‘এমন জানাজা ও লাখো মানুষের ভালোবাসা কয়জনের ভাগ্যে জুটে’

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

শহীদ ওসমান হাদিকে শেষ বিদায়ে ভিন্ন ধর্মাবলম্বীরা

রোববার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি

মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

ইসির আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের সময় পরিবর্তন

শহিদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে