হোম > প্রকৃতি ও পরিবেশ

নতুন বছরের প্রথম দিনে ঢাকার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ঢাকায় আজ (১ জানুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে শীতের অনুভূতি বজায় থাকবে। এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যার ফলে কুয়াশা সৃষ্টি হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় যে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কিছু জায়গায় স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকবে, যদিও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এসআই

১৭ জেলায় শৈত্যপ্রবাহ কবে থেকে কমবে, জানাল আবহাওয়া অফিস

শীতে কাঁপছে দেশ, যে বার্তা দিল অধিদপ্তর

কবে সূর্যের দেখা মিলবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় শীত নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের

শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

শীতে কাঁপছে সারা দেশ, বইছে শৈত্যপ্রবাহ

তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

কনকনে শীতে কাঁপছে রাজধানীসহ সারা দেশ

ঢাকায় জেঁকে বসেছে শীত

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ও দিনাজপুর