বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র অনুযায়ী, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক জাতীয় ও সাংগঠনিক বিষয়সহ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।