হোম > রাজনীতি

দেশের অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি: চরমোনাই পীর

আন্তর্জাতিক সীরাত কনফারেন্স

স্টাফ রিপোর্টার

শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে রাসূলের (সা.) সীরাত অনুযায়ী দেশ পরিচালিত না হওয়া মুসলমান হিসেবে লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান থাকার পরও দেশের মধ্যে সর্বত্র অস্থিরতা বিরাজমানের মূল কারণ হচ্ছে সীরতের বাস্তবায়ন না থাকা। তাই আর্থ সামাজিল ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি।

তিনি শুক্রবার রাতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সীরাত কনফারেন্স ও সীরাত গবেষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. এসওয়াই ইউসুফ রমাদান বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা মূলত সীরাতের শিক্ষা। সীরাত জানার কারণেই তারা নির্যাতিত মুসলমানদের পক্ষে কার্যকরী পদক্ষেপ নিয়েছে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাতেই হযরত মুহাম্মাদ (সা.) কে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই শুধু জানলে হবে না, মানার চেষ্টাই পারে প্রকৃত মানুষ তৈরি করতে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। তাই, ঐক্যবদ্ধভাবে সীরাত বাস্তবায়নের মাধ্যমে অনুপম আদর্শ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

কনফারেন্সে কবি মুসা আল হাফিজ, ড.আবিদ হোসেন, ইয়াহইয়া ইউসুফ নদভী, আবদুস সাত্তার আইনী, আহমাদ রফিককে সীরাত গবেষক ও লেখক হিসেবে সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি কনফারেন্স উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক দেয়া হয়।

আন্তর্জাতিক সীরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটির আয়োজনে শুক্রবার দুপুর দুইটায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলে।

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে কনফারেন্সে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, মুফতি শামছুদ্দোহা আশরাফী প্রমুখ।

আগামী সংসদে আ. লীগ-জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না

ঢাকা ৫ আসনে হাতপাখার প্রার্থীর নেতৃত্বে গণসংযোগ

নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে

হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায়: রাশেদ প্রধান

জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়

ফ্যাসিস্ট আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

৫ দাবিতে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ আজ

গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

মনোনয়নপ্রত্যাশীদের বিএনপির ৩ নির্দেশনা

সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ঘোষণা জামায়াত আমিরের