ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে গণতান্ত্রিক সংস্কার জোট। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের ও সারাদেশে ওসমান হাদির সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। অবিলম্বে খুনিদের এবং তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
শুক্রবার গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
গণতান্ত্রিক সংস্কার জোট বলেছে, ওসমান হাদির ওপর ঘটে যাওয়া এই পুরো ঘটনায় এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতিতে কার্যকর পদক্ষেপের দাবি জানায়। একই সাথে দেশের বিভিন্ন স্থানে এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে চলমান উশৃঙ্খলতার নিন্দা ও প্রতিবাদ জানায়।
জোটের শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ূম ও মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে বলেন, পরাজিত ও পলাতক হাসিনার খুনি-সন্ত্রাসী, ভারতীয় আগ্রাসনবাদী ও দেশের মধ্যে লুকিয়ে থাকা দোসররা মিলে দেশে একটা চরম অরাজকতা তৈরি করতে চায়। দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ বানচাল করে এদেশে অগণতান্ত্রিক তৃতীয় শক্তির উত্থান তারা করতে চায়।
তারা আরও বলেন, তাদেরই উসকানিতে গত রাতে একাধিক পত্রিকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও কূটনীতিকের বাসভবনে হামলা হয়েছে, দেশবরেণ্য সাংবাদিক ও জুলাইয়ের অন্যতম পক্ষশক্তি নূরুল কবিরকে নাজেহাল করা হয়েছে। এসকল ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান নেতারা।
জোটের তিন শীর্ষ নেতা দেশের এই ক্রান্তিলগ্নে শোকসন্তপ্ত জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। খুনি, সন্ত্রাসী ও দেশবিরোধী শক্তির উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা এবং শরিফ ওসমান হাদির এই আত্মত্যাগ যেন কোনো অপশক্তির দেশবিরোধী কর্মকাণ্ডের হাতিয়ার না হয়, সেদিকে জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে সচেতন থাকার আহ্বান জানান তারা। সেই সাথে, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান এবং অরাজকতা ও দেশি-বিদেশি শত্রুদের উসকানির বিপরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান জোটের নেতারা।