হোম > রাজনীতি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে

জমিয়ত-এবি পার্টির বৈঠকে নেতারা

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে বেশ জল্পনা-কল্পনা লক্ষ্য করা যাচ্ছে, এমতাবস্থায় সরকারের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ নিয়ে কোনরূপ শঙ্কা ও সংশয় জিইয়ে রাখা রাষ্ট্রের জন্য মোটেই কল্যাণকর নয়।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ইস্যুতেও উভয় দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেন, বিভিন্ন দেশে এই কার্যালয়ের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে যথেষ্ট বিতর্ক আছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, উদ্দেশ্য ভালো বলা হলেও এই চুক্তির ফলে রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধে যেন আঘাত না আসে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি।

গতকাল শনিবার বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এবি পার্টির মাঝে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় বৈঠকে এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন- এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম পিএসসি (অব.), লে. কর্ণেল হেলাল উদ্দিন আহাম্মাদ পিএসসি (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অপরদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, যুগ্মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না

শোষণ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ডিআরইউ

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিল মেকিং প্রতিযোগিতা

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান