হোম > রাজনীতি

দলীয় বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্যাংক দিয়েছিল আ. লীগ

স্টাফ রিপোর্টার

বিগত সময়ে দেশে লুটের বড় ধরনের মহোৎসব হয়েছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলীয় বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্যাংক দিয়েছিল আওয়ামী লীগ।

বুধবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্যাংক থেকে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্নভাবে টাকা বের করে নেওয়া— এই সংস্কৃতিটা বিগত দিনগুলোতে পরিপূর্ণভাবে চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে অর্থ লুট করেছে— তারা লাভবান হয়েছে। কিন্তু এসব কোম্পানি শেষ হয়ে গেছে অনেক ক্ষেত্রেই।

ওয়াদা করে তিনি বলেন, আগামী দিনে যদি জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব দেয়, আমরা এই অবস্থা চলতে দেব না। এই সব জায়গায় বড় ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে, দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে। প্রফেশনালি পরিচালনা করতে হবে। বড় ধরনের সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির প্রয়োজনই ছিল না। দলীয় বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া হয়েছে, ব্যাংক দেওয়া হয়েছে। শুধুমাত্র দলীয় লোকজনকে সুবিধা দিতে গিয়ে অর্থনৈতিক খাতকে ধ্বংস করা হয়েছে। ব্যাংকের পর ব্যাংক, ইন্স্যুরেন্সের পর ইন্স্যুরেন্স— দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে। তৎকালীন ম্যানেজমেন্ট নিজেরাই স্বীকার করেছে যে তাদের দলীয় কারণে অনুমোদন দিতে হয়েছে।

তিনি বলেন, শুধু ব্যাংক ও ইন্স্যুরেন্সে সীমাবদ্ধ নয়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও একই অবস্থা। ইউনিভার্সিটির নামে লাইসেন্স নিয়ে টাকা-পয়সা লুট করা হয়েছে। এরা শিক্ষাপ্রতিষ্ঠান, লাভবান প্রতিষ্ঠান নয়— এখানে বিনিয়োগ করার কথা ছিল দেশের মানুষের ভবিষ্যতের জন্য। কিন্তু সেখান থেকেও টাকা পুঁজি করে নেওয়া হয়েছে। অথচ তাদেরও কোনো জবাবদিহিতা নেই। আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে হলে সবার আগে জবাবদিহিতার আওতায় আসতে হবে।

৭৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে ফিরলেন জামায়াতের মহিলা নেত্রী

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পরিবার পেল মুগ্ধ-ফারিস্তা-জোহরান

আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আহ্বান লেবার পার্টির

ঐক্য থাকলে কোনো চক্রান্তই সফল হবে না: তারেক রহমান

আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে জামায়াত আমির

রোগ-শোক-সংকটেও দেশকে ছেড়ে যাননি খালেদা জিয়া

ফজলুর রহমানের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌতূহল

নতুন জোটের আত্মপ্রকাশ কাল

‘নিঃস্ব আমি রিক্ত আমি’ বলা হাসিনার ব্যাংকের ভল্টে ৮৩২ ভরি স্বর্ণ