হোম > রাজনীতি

জামায়াতের নির্বাচনি অফিস ও মাদ্রাসার বাসে আগুন, ডা. তাহেরের তীব্র নিন্দা

কুমিল্লা প্রতিনিধি

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি নির্বাচনি অফিস ও একটি মাদ্রাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সোমবার (১৯ জানুয়ারি) তার দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনি অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনি কার্যালয় ও দোকানে এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ডা. তাহের আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তির মহড়া দিতে ও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানকে বাধাগ্রস্ত এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির হীন উদ্দেশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে।

তিনি বলেন, ‘জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের নির্বাচনি যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে সাধারণ নাগরিকদের আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ধ্বংস ও নির্বাচন বানচাল করা তথা প্রভাবিত করার গভীর ষড়যন্ত্র।

এমন কর্মকাণ্ডকে রুখে দিতে দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

শাকসু নির্বাচন চাওয়ায় আজীবন বহিষ্কার শাবিপ্রবি ছাত্রদল নেতা

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনীতিকের বৈঠক

বিএনপির একই প্রার্থীকে দ্বিতীয়বার শোকজ

জামায়াতের মহিলা সমাবেশে নাহিদ ইসলাম

দুই আসনে নির্বাচনের ঘোষণা মান্নার

গাইবান্ধায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না চরমোনাইয়ের দল