প্রধান উপদেষ্টার ভাষণের পর আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই সনদ স্বাক্ষর করাসহ একাধিক বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকের পর আমরা জুলাই সনদসহ সার্বিক বিষয়ে প্রতিক্রিয়া জানাবো।
এর আগে আজ বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপির নেতারা জানান, তারা এখনো প্রধান উপদেষ্টার ভাষণের বিভিন্ন দিক পর্যালোচনা করছেন। এরপর প্রতিক্রিয়া জানানো হবে।
এসআর