হোম > রাজনীতি

৭ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জাগপা

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

রোববার সংগঠনটির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের স্বাক্ষরিত স্মারকলিপি সারা দেশে জেলা প্রশাসকদের হাতে তুলে দেন দলটির নেতারা।

প্রধান উপদেষ্টার উদ্দেশে স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা তখন থেকেই আকাশচুম্বী। বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও গণতন্ত্র চায়। একই সঙ্গে ভবিষ্যতে স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, দুঃশাসন, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চায়।

এতে আরো বলা হয়—দেশের ইতিহাসে প্রথমবারের মতো সুযোগ পেয়েছি জনগণের আস্থা ফিরিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করার। জাগপা উত্থাপিত ৭ দফা দাবি পূরণ করে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হলে, বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন হবে। তাই দেশের জনগণের পক্ষ থেকে ৭টি দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।

জাগপার দাবিসমূহ হচ্ছে— আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট; শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ; সব গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ; আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ; জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ; উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।

জেলা প্রশাসকদের হাতে স্মারকলিপি প্রদান করেন— ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, মাদারীপুরে প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মো. শফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মো. নিজামউদ্দিন অমিত, নারায়ণগঞ্জে প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহ, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আখতার পাইলট, দিনাজপুরে সহ-সভাপতি মাহবুব আলম ননী, ফেনীতে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, মানিকগঞ্জে যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, পঞ্চগড়ে জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, বরিশালে জেলা সমন্বয়ক আব্দুল জলিল খাঁ প্রমুখ।

নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘পদত্যাগ’ ইস্যুতে যা বলছেন এনসিপি নেতারা

কলকাতার নিউ টাউনে শিগগির কাদেরের নেতৃত্বে ‘চা-চক্র’

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি

ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির

বদলে গেল নাম, বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

ভারতবিরোধিতার কারণে গোলাম আযম শহীদ হয়েছেন: ব্রিগেডিয়ার আযমী

ইমামকে অপহরণে ইসকনের ভূমিকা উদ্বেগজনক: জমিয়তে উলামা

দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ড. হেলাল উদ্দিন

আ.লীগ ও জাপাকে বাইরে রেখে নির্বাচন দেশ ধ্বংসের ষড়যন্ত্র

ইবতেদায়ী শিক্ষকদের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সমর্থন