হোম > রাজনীতি

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সৈয়দ এহসানুল হুদা

স্টাফ রিপোর্টার

নিজের রাজনৈতিক দল বিলুপ্ত করে দলটির নেতা-কর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন সৈয়দ এহসানুল হুদা।

এ সময় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা।

নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতা-কর্মীরা আজ বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আস্থা রেখে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস রেখে তাঁরা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। আমরা আশা করছি, তাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছি। অতীতে যেভাবে রাজপথে সংগ্রাম করেছি, ভবিষ্যতেও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সামান্য হলেও ভূমিকা রাখতে চাই।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

২ সিটে আসন সমঝোতায় বিএনপির সাথে যাচ্ছে না গণঅধিকার পরিষদ

গানম্যান পাচ্ছেন নুরুল হক নুর ও রাশেদ খাঁন

শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব

ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানের বিকল্প নেই: মতিউর রহমান আকন্দ

মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্নের চেষ্টা নিন্দনীয়: ইশরাক

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

জামায়াতে ইসলামী সম্পর্কে সাংবাদিক নূরুল কবিরের বক্তব্যের নিন্দা

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

নতুন রাজনৈতিক দল অপরাজেয় বাংলার আত্মপ্রকাশ