হোম > রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরা তার সিদ্ধান্তে হতে পারে না: আখতার

স্টাফ রিপোর্টার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা তার সিদ্ধান্তে হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই চেতনায় আলোকিত পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য উল্লেখ করে আখতার হোসেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধী তার ইচ্ছার ওপর নির্ভর করে কোনো একটি দেশ তার কূটনীতি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপরে, বাংলাদেশের মানুষের কাছে, এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার দাবি জানাই। বিএনপি ও জামায়াতে ইসলামী অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে বলে অভিযোগ করেন আখতার।

তিনি বলেন, বিএনপি এবং জামায়াতের মত দলগুলো গণঅভ্যুত্থানে আমাদের শরিক দল। আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে গণঅভ্যুত্থানের পর বিএনপি এবং জামায়াত নতুন রাজনীতির প্রতি তারা প্রতিশ্রুতি প্রদান করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামায়াতের মতো দলেরা অস্ত্রের মহড়ায় নেমেছে। তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বিএনপি জামায়াতের ভূমিকার সমালোচনা করে আখতার বলেন, আমরা দেখেছি যে অস্ত্র উচিয়ে গুলি করার মত ঘটনা ঘটছে। এই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই। কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন, তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে চব্বিশের অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। সেইসব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তাদের অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারতকে বলতে চাই, নির্বাচনে ডিসটার্ব (বিরক্ত) করতে আসবেন না। পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত। এসময় নাসীরুদ্দীন প্রতিশ্রুতি দেন যে, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে বেসরকারি খাতে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হবে। আসন্ন সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কোনো দলের কাছে আসন নিয়ে দরকষাকষিতে যাব না। আসন বণ্টনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। অনুষ্ঠানে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহবায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ্‌ এবং সদস্য সচিব হিসেবে তৌহিদ হোসেন মজুমদারের নাম ঘোষণা করা হয়।

তথাকথিত বড় রাজনৈতিক দলগুলোর দ্বারা নয়া বন্দোবস্ত সম্ভব নয়

নারায়ণগঞ্জে জামায়াত-এনসিপি প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছেঁড়া নিয়ে ক্ষোভ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাসস চেয়ারম্যানের দোয়া মাহফিল

নতুন করে ফ্যাসিবাদী তৎপরতা লক্ষ্য করছি: সাইফুল হক

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান চরমোনাই পীরের

যারা নির্বাচন নির্বাচন করেছে, তারাই ভন্ডুলের পায়তারা করছে

আপনারা আসলে আমরা বুকে জড়িয়ে ধরবো

লড়বেন ঢাকা-৯ আসনে, খরচ কত করবেন- জানালেন তাসনিম জারা

খালেদা জিয়া সুস্থ হবেন, আশাবাদী মেডিকেল বোর্ড