হোম > রাজনীতি

নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বেগম জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। কবরে শায়িত করার পর মায়ের কবরে সবার আগে মাটিও দেন তিনি।

বুধবার বিকেল সাড়ে ৪টার পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়।

তিন বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতারা কবরে মাটি দেন। সেখানে কিছুটা দূরে অবস্থান করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের নারী সদস্যরা। দোয়া পড়ে একটি পাত্রে নেওয়া মাটিতে স্পর্শ করতে দেখা যায় তাদের।

এর আগে স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়া বিদেশি কূটনৈতিকরা অংশ নেন।

জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেছেন, আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দেব। আমার সঙ্গে যোগাযোগ করবেন।

খালেদা জিয়ার জানাজার ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব শেখ আব্দুল মালেক। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশ পাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। সেখানে তিল ধারণের জায়গা ছিলো না।

বিএনপি থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন নাহিদ ইসলাম

খুলনায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

খন্দকার মোশাররফের চেয়ে তার স্ত্রীর জমির পরিমাণ দ্বিগুণ

নির্বাচনি হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন ববি হাজ্জাজ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

খালেদা জিয়াকে ভোলেনি জলপাইগুড়ির মানুষ

নির্বাচনি হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন নুর

খালেদা জিয়ার জানাজায় এসে একজনের মৃত্যু