হোম > রাজনীতি

নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাজধানীর বনানীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাতে পরিবার ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ধানমন্ডিতে মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’-এ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ও মরহুমের কন্যা ডা. জুবাইদা রহমান।

দোয়া মাহফিলে আরো অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, এনামুল হক চৌধুরী, ইসমাইল জবিউল্লাহ, জহির উদ্দিন স্বপন, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা আশিক ইসলাম, মরহুমের সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু প্রমুখ।

এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর ২০টি মসজিদ এবং ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহিফল ও বিশেষ মোনাজাত করা হয়।

প্রয়াত মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দক্ষিণ সুরমাবাসী ও পরিবারের উদ্যোগে কদমতলী মসজিদে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। আসরের নামাজের পর মাহবুব আলী খান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) দরগা মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ; বিরাহিমপুর জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পরে সিলাম মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এদিকে বাদ জোহর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে ‘ন্যাশনালিস্টস অব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ’ (সাবেক ও বর্তমান ছাত্রদল) এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায়ও দোয়া মাহফিল হয়।

১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান।

ঢাকা-৯ এ জয়ী হলে সমন্বিতভাবে উন্নয়ন কাজের অঙ্গীকার হাবিবুর রশিদের

ক্ষমতা দখলের রাজনীতি করছে বিএনপি-জামায়াত: আখতার

ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের

চাঁদাবাজদের কারণে নিরীহ মানুষের শান্তি-নিরাপত্তা নাই

সাবেক সেনা কর্মকর্তার কাছে দু:খ প্রকাশ করলেন তারেক রহমান

ব্যারিস্টার অসীমের বাসার সামনে হাত বোমা বিস্ফোরণ

বিএনপিরই শুধু ‘ডিটেইল প্ল্যানিং’ আছে, অন্য দলের নেই

নির্বাচনের আগে উদারনীতির কৌশল নিতে চাচ্ছে বিএনপি

জরিপ নিয়ে সতর্ক থাকার আহ্বান আখতার হোসেনের

লন্ডন থেকে অনলাইনে ভয় দেখানো হচ্ছে: পাটওয়ারীর অভিযোগ