হোম > রাজনীতি

ছাত্রসমাজকে জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ সাধনে কাজ করছে শিবির

রোবটিকস ফেস্টে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল

স্টাফ রিপোর্টার

‘ধ্বংস নয়, রোবটিক্স হোক সেবার হাতিয়ার’ — এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি শাখা পশ্চিমের উদ্যোগে ‘ইসমাইল আল-জাজারি রোবটিকস ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১-এর ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শহিদ শাকিল পারভেজের গর্বিত পিতা।

শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির বাংলাদেশের ছাত্রসমাজকে জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে সমন্বিত কর্মপরিকল্পনার আলোকে গড়ে তোলার চেষ্টা করে থাকে। একজন শিক্ষার্থীর একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা, সহযোগিতা, রুটিন মেনে চলা ও অনুপ্রেরণার জন্য যাবতীয় আয়োজন ছাত্রশিবির করে থাকে। পাশাপাশি সততা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মাথে অপার সম্ভাবনার লুকিয়ে থাকে। যদি সে সততা, নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীল চিন্তার চর্চা করে, তবে সে শুধু নিজের ভবিষ্যৎ নয়, দেশেরও ভবিষ্যৎ আলোকিত করতে পারে। রোবটিক্স ফেস্টের মতো আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ দেয়, তাদের উদ্ভাবনী শক্তি ও দলগত দক্ষতা বিকশিত করে। আমরা চাই—শিক্ষার্থীরা কেবল বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে সমস্যা সমাধান, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সৃজনশীল উদ্যোগে দেশকে এগিয়ে নিয়ে যাক।

শাখা সেক্রেটারি মো. শান্ত তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, কৃষিবিদ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। আওয়ামী সরকার কর্তৃক গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান।

উৎসবে আরো উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত আব্দুল্লাহ, ডাকসু জিএস ও ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ।

আয়োজনে রাজধানীর ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০টি দলের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন

গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না

গণভোটের তারিখ আলাদাভাবে ঘোষণার দাবি ৮ দলের

প্রধান উপদেষ্টাকে ৩ উপদেষ্টা মিসগাইড করছে

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো

ওসমান হাদিকে ৩০টি নম্বর দিয়ে ফোন, হত্যার হুমকি

ফ্যাসিবাদী আ.লীগের তর্জন-গর্জন ব্যর্থ

একই দিনে গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ঘোষণা গ্রহণযোগ্য নয়: জামায়াত

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ