হোম > রাজনীতি

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে অবশেষে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। এর আগে এমরান আহমদ চৌধুরীকে এই আসনের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।

সিলেট-৬ আসনের মনোনয়ন পরিবর্তন করে ফয়সল চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে। সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তারা বলছেন, এই আসনে ফয়সল আহমদ চৌধুরীর ক্লিন ইমেজ, জনপ্রিয় ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ২০০৭ সাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং এখনো করছেন।

রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি জনগণের পাশে থেকেছেন।নেতাকর্মীরা বলছেন, বন্যা, করোনাকালীন দুঃসময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ, ২০১৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষের প্রার্থী ছিলেন। কারচুপির ওই নির্বাচনে মাত্র ২ ঘণ্টায় এক লাখ ৮ হাজার ৮৯ ভোট পড়ে।

এনসিপি নেতাকে আসন ছেড়ে দিয়ে যা বললেন শিবিরের সাবেক সভাপতি

নতুন করে দেশ গঠনের আহ্বান তারেক রহমানের

ফেনী-২ আসনে মনোনয়ন জমা দিলেন এবি পার্টির মঞ্জু

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

এখনো লেবেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি: এটিএম আজহারুল ইসলাম

জামায়াত-জোটে আরও এক দল, ১১ দলের আসন বিন্যাস ঘোষণা বিকালে

রংপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম

নরসিংদী-২ আসনে সারোয়ার তুষারের মনোনয়নপত্র দাখিল

বিএনপি ছেড়ে জামায়াত জোটে যাওয়ার কারণ জানালেন কর্নেল অলি