হোম > রাজনীতি

আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয় তার প্রমাণ আফগানিস্তানের উন্নয়ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও আজ উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে—আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ।

শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দুই দশক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন মোল্লারা, যা আমাদের সমাজের অনেকের ভুল ধারণা ভেঙে দিয়েছে।

তিনি বলেন, যোগ্য নেতৃত্ব থাকলে মোল্লারা দেশ পরিচালনায়ও সফল হতে পারেন—আফগানিস্তানের উন্নয়নই তার প্রমাণ।

বাংলাদেশের আগামীর দিকনির্দেশনায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মোল্লাদের বাংলাদেশ।

তিনি আরো বলেন, দেশে একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন। তাঁর ভাষায়, এই জমিনে আরও একটি অভ্যুত্থান, আরও একটি বিপ্লব প্রয়োজন—যা হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য।

সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বরুণার পীর ও শেখবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।

অনুষ্ঠানে বক্তব্য দেন—ভারত থেকে আগত আল্লামা হুসাইন আহমদ পালনপুরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা জুনাইদ আল হাবিব ও মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ দেশি-বিদেশি উলামায়ে কেরাম।

শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো আলেম-ওলামা, ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিগণের উপস্থিতিতে শ্রীমঙ্গল জনপদে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শেষ রাতে বরুণার পির মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর জিকির ও আবেগঘন মোনাজাতের মাধ্যমে সম্মেলনের কর্মসূচি শেষ হয়।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত : তারেক রহমান

একটা দল ভোট দেওয়ার জন্য ৪০ লাখ বোরকা বানিয়েছে: মির্জা আব্বাস

জামায়াতের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে

আ.লীগের পুনর্বাসন নিয়ে বিএনপিকে যে বার্তা দিলেন আসিফ

আরো ৪৪ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

নির্বাচিত হলে পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠন করব

‘হ্যাঁ’ না জিতলে জুলাইযোদ্ধাসহ হাজার হাজার মানুষকে ফাঁ‌সিতে ঝোলানো হবে