হোম > রাজনীতি

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত স্থানে বিএনপির বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার

বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে পূর্বাচলে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : আমার দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) ও বিমানবন্দর সড়কে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

বৃক্ষরোপণের পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকা থেকে ব্যানার–ফেস্টুন অপসারণ কার্যক্রমও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, কোনো ধরনের প্রোপাগান্ডা দিয়ে বিএনপিকে রুখে দেওয়া যাবে না। জনগণের স্বার্থে সব ইতিবাচক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে বিএনপি সব সময় পাশে থাকবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণই ভোটের মাঠে উপযুক্ত জবাব দেবে।

পরিবেশ সংরক্ষণ ও নগর পরিচ্ছন্নতার এ উদ্যোগকে রাজনৈতিক দায়িত্ববোধের অংশ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও সচেতন ভূমিকা রাখছে।

কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সড়ক ও আশপাশের এলাকা থেকে ব্যানার–ফেস্টুন সরানো করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

পিলখানায় শহীদদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

মহাসমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খেলাপি ঋণ ইস্যুতে হাইকোর্টে যাচ্ছেন মান্না

গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

ভোটার হলেন জাইমা রহমান

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আবারো শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে যা লিখলেন তারেক রহমান