শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্রশিবির। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যায়।
ছাত্রশিবির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলে ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা নেতৃত্ব দেন। এ সময় নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।
এর আগে সকালে পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শাকসু নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ছাত্রসমাজ মানবে না। রাজনৈতিক পেশিশক্তি বা আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বানচাল করলে তার প্রতিবাদে লাগাতারভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, শাকসু নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র ও চেষ্টা করেও ব্যর্থ হয়ে এখন আদালতে রিটের মাধ্যমে তা বানচালের চেষ্টা করছে। শেষ মুহূর্তে এসে এই নির্বাচন বানচালে তাদের পূর্বপরিকল্পনা ছিল, সে কারণেই তারা এতে তেমন কোনো প্রচার চালায়নি।
এ ছাড়া শাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন বিএনপিপন্থি শিক্ষকেরা। সোমবার শাবি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, নির্বাচনে দায়িত্ব পালন করলে শিক্ষকদের একটি অংশের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের দিকে চলে আসে। এজন্য তারা নির্বাচন পরিচালনায় অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। পাশাপাশি অন্য শিক্ষকদেরও একইভাবে দায়িত্ব পালন না করার আহ্বান জানিয়েছেন।
সূত্রমতে, শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।