হোম > রাজনীতি > বিএনপি

গভীর রাতে মাজার জিয়ারত, কাল আলিয়া মাঠে সমাবেশ করবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।

বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মাহাদী আমীন বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে তারেক রহমান সিলেট পৌঁছাবেন। এরপর গভীর রাতে হযরত শাহজালাল (রঃ)-এর মাজার জিয়ারত এবং পরদিন সকালে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। তাঁদের এই ত্যাগ ও অবদানের মূল্যায়ন হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন—প্রতিটি সফরে পর্যায়ক্রমে ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হবে।

মাহাদী আমীন জানান, সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতা।

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি প্রচারণায় বিশ্বাস করে। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি পূর্ণাঙ্গভাবে প্রতিপালনের মাধ্যমে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে—ইনশাআল্লাহ।

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মাহাদী আমীন

বহিষ্কারের পরও নির্বাচন থেকে সরলেন না বিএনপির যেসব নেতা

শিবির নেতার বক্তব্য ফ্যাসিস্ট হাসিনার আচরণকেও হার মানায়: জবি ছাত্রদল

ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ জনকে পদ থেকে অব্যাহতি

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে