হোম > রাজনীতি > বিএনপি

ক্ষমতায় এলে সুলভ ইন্টারনেট ও ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য সুলভ ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার পাশাপাশি জনগণের ক্ষমতায়নে কাজ করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের আয়োজনে এবং অ্যাফিক্স বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা শামীম আজাদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মঈন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর, গ্লোবাল ইনফোটেকের সিইও নাওঈদ হোসাইন, ত্রিমাত্রিক এআই-এর সিইও সৈয়দ মোশাররফ আলী মিরশাদসহ আইসিটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান দলটির আইসিটি রোডম্যাপের সাতটি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, এসব বিষয়ে আলাদা আলাদা স্লোগান থাকবে। রোডম্যাপে সবার জন্য ইন্টারনেট, ক্যাশলেস অর্থনীতি, ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের প্রথম এআই ক্যাম্পাস নির্মাণসহ সাতটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

রোডম্যাপ বিষয়ে বিশেষ অতিথির বক্তব্যে ড. মাহদী আমিন বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে। যারা মেধাবী, তাদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—পর্যায়ক্ৰমে সবার জন্য ইন্টারনেটকে প্রাতিষ্ঠানিকভাবে বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন ও বিমানবন্দরসহ জনবহুল স্থানগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার আওতায় আনা হবে।’

ফ্রিল্যান্সারদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।

ড. মাহদী আমিন আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান

২ ফেব্রুয়ারি যশোর-খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

বিএনপি ক্ষমতায় গেলে সিলেট-৪ আসনের অভূতপূর্ব উন্নয়ন হবে

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত : তারেক রহমান

একটা দল ভোট দেওয়ার জন্য ৪০ লাখ বোরকা বানিয়েছে: মির্জা আব্বাস

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে