আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে ধানের শীষের প্রতীকে নির্বাচিত হতে পারলে অবহেলিত জনগোষ্ঠীর জন্য রাস্তা-ঘাট, মসজিদ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন।
রোববার দিনব্যাপী চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হতে পারলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সালিশের নামে যারা গ্রামের অসহায় লোকজন হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যে কার্ডের মাধ্যমে আপনারা পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন। এ ছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কার্ড দেয়া হবে— যার মাধ্যমে সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্য সুবিধা নিতে পারবেন।
বিএনপির দেয়া কৃষি কার্ডের মাধ্যমে বীজ-সারসহ কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে বলেও জানান নয়ন।
মাদক সেবনকারী ও বিক্রেতাদের উদ্দেশে বিএনপির প্রার্থী আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের নির্বাচনের পূর্বমুহুর্ত পর্যন্ত সংশোধনের সুযোগ দেয়া হলো। এ সময়ের মধ্যেও সংশোধন না হলে তাদের পুলিশে দেয়া হবে। এ সময় নুরুল ইসলাম নয়ন অন্যের জমি দখলবাজ, চাঁদাবাজ এবং মাদকসেবীসহ সালিশের নামে নিরিহ লোকজন যারা হয়রানি করে তাদের তালিকা দেয়ার জন্য ভোটারদের অনুরোধ জানান।