হোম > রাজনীতি > বিএনপি

মা ও গৃহিণীদের ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। মা ও গৃহিণীদের এই ফ্যামিলি কার্ড দিতে চাই। কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সহায়তা দেব। নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মা-বোনরা যেন নিরাপদের রাস্তায় হাঁটতে পারে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করবো। অপরাধী যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, এই এলাকায় মাদক, দুর্নীতি হয়। আমরা দুর্নীতির লাগাম টানতে চাই। দেশে বিদেশে তরুণদের কর্মসংস্থান করতে চাই।

বিএনপির চেয়ারম্যান বলেন, এখানকার নদী-নালা বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা সমস্যা রয়েছে। সেই নদী-নালা রক্ষায় আবারও খাল খনন করতে চাই।

তিনি বলেন, মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মানির পাশাপাশি প্রশিক্ষণ দিতে চাই।

তারেক রহমান বলেন, রাস্তাঘাট, স্কুল, কালভার্ট ভেঙে গেছে। আমরা এসব পুনরায় নির্মাণ করতে চাই।

তিনি বলেন, ভোটের দিন আজকের সমাবেশের মতো উপস্থিত থেকে ভোট কেন্দ্রে যেতে হবে। বিগত ১৫, ১৬ বছর ডামি নির্বাচন হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ নিজের ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে।

তিনি বলেন, জনগণের অধিকারের পাহারা জনগণকে দিতে হবে। আপনারা পাশে থাকলো আমরা সফল হতে পারবো।

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

ফ্যামিলি কার্ড নিয়ে যে যাই বলুক কিছু যায় আসে না: তারেক রহমান

কুমিল্লায় এসে আপনাদের নিয়ে খাল খনন শুরু করব: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই উদ্বোধন

মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে কাজ করতে চান বিএনপি প্রার্থী নয়ন

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেবে বিএনপি

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আ. লীগ ও নৌকাকে দাফন করেছে হাসিনা: সালাহউদ্দিন আহমদ

তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে গিয়ে জামাতে ফজর আদায় করবেন

রাজশাহী-৫ আসনে দুই বিদ্রোহী প্রার্থী, বিএনপিতে অস্বস্তি