হোম > রাজনীতি > বিএনপি

এনসিপি প্রার্থীর ওপর হামলা, অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিলো বিএনপি

স্টাফ রিপোর্টার

ঢাকা- ১৮ আসনে ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দিদার আহমেদ মোল্লাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত প্রস্তুতি সভাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং দলকে জানিয়েছি। দলের নির্দেশে অভিযুক্ত দিদার মোল্লাকে শোকজ করা হয়েছে। ঘটনা জানার পর আমি আরিফুল ইসলাম আবিদ কে ফোন করেছি। আমরা সবাইকে নিয়ে সহাবস্থানে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে কোনো উস্কানিমূলক কিছু ঘটবে না।

এস এম জাহাঙ্গীর আরো বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। এই ঘটনার আমরা জড়িত নই। তদন্ত কমিটি গঠন করা হবে। কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপি প্রার্থী আবিদকে উদ্দেশ করে তিনি বলেন, ভোট নিয়ে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হবে না। প্রয়োজনে আমরা এক স্টেজে দাঁড়িয়ে জনগণের কাছে ভোট চাইব। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে।

তিনি আরো বলেন, আমাদের দল বড় সংগঠন। কোথায় কী ঘটনা ঘটে, সবকিছু একা জানা সম্ভব নয়। তবে কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে, সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় নির্বাচনি প্রচারণায় ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনা ঘটে।

ইসলামের নামে ভণ্ডামি করার কোনো সুযোগ নেই: ড. গোলাম মহিউদ্দিন

দেশের সর্বনাশ করে হাসিনা দিল্লি পালিয়ে গেছেন: মির্জা ফখরুল

খেলার মাঠ শাস্তির জায়গা নয়, ডাকসুর নেতার কাণ্ডে আমিনুলের নিন্দা

স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে বিএনপি

বিদ্যালয়ে শিশুদের দিয়ে নির্বাচনি স্লোগান, দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব

এবারের ভোট হবে দেশে গণতন্ত্রের রক্ষাকবচ: বিএনপি প্রার্থী নবী

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জন স্নাতক

উত্তরায় তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্তুতি সভা আজ

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

মা ও গৃহিণীদের ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান