হোম > রাজনীতি > বিএনপি

ইসলামের নামে ভণ্ডামি করার কোনো সুযোগ নেই: জমিয়ত মহাসচিব

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সোয়াগাজী ডিগবাজি মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। ছবি: আমার দেশ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রয়ায় জানিয়েছেন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক( তারেক রহমান) উনার ব্যাপারে কথা বলেন, লজ্জা লাগে না। উনাকে মুফতি বলে ঠাট্টা বিদ্রুপ করেন। আগামীতে উনি বাংলাদেশে হাজার হাজার মুফতি বানাবে। আমি দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই। এ দেশে হাজার হাজার আলেম-ওলামা পীর-মাশায়েখ খানকা ইমাম খতিব খাদেম মাদ্রাসা শিক্ষক মহাদ্দিস মুফতি মুফাসসির লাখ লাখ আলেম তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে। ইসলামের নামে ভণ্ডামি ও প্রতারণা করার কোনো সুযোগ নাই।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লা সোয়াগাজী ডিগবাজি মাঠে তারেক রহমানের বিএনপির নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্য এসব কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে কেন ভোট দিতে হবে? ভোট দিতে হবে এই কারণে যে যার নেতৃত্বে গত ২৬ বছর আমরা জোটের সাথে রাজনীতি করেছি। সেই নেত্রী বেগম খালেদা জিয়া গত ১৭ বছর অনেক নির্যাতন নিপীড়ন অত্যাচারের শিকার হতে হয়েছে। তাকে বিনা চিকিৎসায় দুনিয়া থেকে যেতে বাধ্য করেছে। সেই ঋণ, সেই দায় শোধ করার জন্য ধানের শীষে ভোট দিতে হবে।

শাপলা চত্বরে ৫ মে শত শত আলেমকে শহীদ করা হয়েছে। সেই রক্তের ঋণ শোধ করতে ধানের শীষে ভোট দিতে হবে। পিলখানায় জাতীয় সেনা কর্মকর্তাদের শহীদ করা হয়েছে, সেই ঋণ শোধ করতে ধানের শীষে ভোট দিতে হবে। কুমিল্লার একটি আসনও যেন ধানের শীষের হাত ছাড়া না হয়। এজন্য আপনারা সবাই ধানের শীষে ভোট দিতে হবে।

এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, নির্বাচনি সফরে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন বিলেত থেকে ফিরে ফতোয়া দিচ্ছেন, কে মুশরিক আর কে কাফের। একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের বলতে পারেনা, তার যতো বড় অপরাধ বা গুনাহ থাক না কেন। তিনি নিজে যেন বিষয়টি আত্মসমালোচনা করেন।

আরও ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান মির্জা আব্বাসের

দেশের সর্বনাশ করে হাসিনা দিল্লি পালিয়ে গেছেন: মির্জা ফখরুল

খেলার মাঠ শাস্তির জায়গা নয়, ডাকসুর নেতার কাণ্ডে আমিনুলের নিন্দা

স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে বিএনপি

বিদ্যালয়ে শিশুদের দিয়ে নির্বাচনি স্লোগান, দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব

এনসিপি প্রার্থীর ওপর হামলা, অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিলো বিএনপি

এবারের ভোট হবে দেশে গণতন্ত্রের রক্ষাকবচ: বিএনপি প্রার্থী নবী

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জন স্নাতক

উত্তরায় তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্তুতি সভা আজ