হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

জোটে চরমোনাইয়ের দল না থাকার কারণ জানালেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনও ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শরিয়াহ আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের বক্তব্যকে সঠিক নয় বলেও মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি।

মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনও বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।

তিনি আরও বলেন, জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাকি ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

যে ৪ কারণে সমঝোতা থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন

ক্ষমতায় গেলে শরিয়া আইন চালুর চেষ্টা করবে ইসলামী আন্দোলন

জামায়াত জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের

নির্বাচনি সমঝোতা: আগামীকাল বিকেলে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

সমঝোতার বিষয়ে এখনো আলোচনা চলছে: ইসলামী আন্দোলন

কেউ আমাদের অবহেলা করলে স্বাভাবিকভাবে নিতে পারি না

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান