হোম > রাজনীতি > জামায়াত

বিজয়ী হলে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করা হবে: জামায়াত আমির

আমার দেশ অনলাইন

জামায়াত ইসলামী নির্বাচনে বিজয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবাইকে ক্ষমা করে দেয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেট ব্যবসা গুড়িয়ে দেয়া হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না।

জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও সম্মানহানির অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের অসম্মান করা হচ্ছে। এটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?

তিনি বলেন, অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকে অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমান প্রজন্মের যুবকেরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায়। তারা পুরোনো, জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়।

আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ।

এছাড়া সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম বক্তব্য দেন।

প্রথমবারের মতো সমাবেশ করবে জামায়াতের মহিলা বিভাগ

মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

বিভিন্ন জায়গার ডিসি-এসপিরা পক্ষপাতিত্ব করছেন: ডা. তাহের

নির্বাচনি প্রচারে হামলা, মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতের

আগামীর রাজনীতি কোনো দলের নয়, জনগণের রাজনীতি হতে হবে

আজ ৪ জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জামায়াতের

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে’

কুষ্টিয়ায় মরহুম জেলা আমিরের পরিবারের খোঁজ নিলেন ডা. শফিকুর রহমান

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর কোলাকুলি