হোম > রাজনীতি > জামায়াত

মায়েদের গায়ে কেউ হাত বাড়ালে আমরা বসে থাকবো না

মহিলা সমাবেশে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ভোটের প্রচারের সময় মা-বোনদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা মায়ের গায়ে হাত তুলেছ, তারা ক্ষমা চাও, তওবা কর। ভবিষ্যুতে এ ধরণের অপকর্মের চিন্তাও করবে না। মায়ের গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ কেপে যাবে।

তিনি বলেন, ভাইদের পাশাপাশি মা-বোনরাও ভোটের প্রচারে যাবেন-এটাই স্বাভাবিক। কিন্তু কিছু জায়গায় মায়েদের গায়ে হাত তুলে থামিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এভাবে চোখ রাঙিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। তারা তাদের দায়িত্ব পালন করেই যাবে।

তিনি বলেন, আর যদি কেউ মায়েদের গায়ে হাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। আমরা গর্জে উঠব। যে কোনো মূল্যে মায়েদের মর্যাদা রক্ষা করবো। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কোন অপশক্তির কাছে মাথা নত করবো না।

বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান বালিকা ক্যাম্পাসে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেন, নারী জাতিকে মায়ের জাতি হিসেবে দেখতে হবে। তাহলে প্রত্যেকটি ঘর হবে জান্নাতি ঘর, দেশ হবে সভ্য।

তিনি বলেন, আমরা চাই সমাজকে মায়ের স্নেহের আদর ভালবাসায় গড়ে তুলতে। এর কোনো বিকল্প নেই। আমরা মায়েদের সম্মানের জায়গায় রাখতে চাই। তাদের সম্মান ও মর্যাদা যে কোনো মূল্যে নিশ্চিত করবো। মেয়েদের জন্য নিরাপদ যানবাহন নিশ্চিত করা হবে। তাদের কর্মক্ষেত্রে বেবি কর্নার, বেস্ট ফিডিং, ডে কেয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

জামায়াত আমির বলেন, আমরা বলেছিলাম-মায়েদের জন্য কর্মঘণ্টা ৫ ঘণ্টা করবো। কিছু না বুঝেই অনেকে চিৎকার শুরু করে দিল। অথচ অনেক মা সন্তানের জন্য চাকরিই ছেড়ে দেয়। তাদের জন্য কর্মঘণ্টা ৫ ঘণ্টা করা হলে এবং বেবি কেয়ার ব্যবস্থা থাকলে সেখানে তাদের চাকরি ছাড়তে হবে না।

তিনি বলেন, মায়েরাই রাষ্ট্রের বুনিয়াদ। তাদের বাদ দিয়ে কোন উন্নয়ন চিন্তাই করা যাবে না। অথচ তাদের পুরুষের সমান কর্মঘণ্টা অবিচার নয়? আমরা সুবিচার কায়েম করবো। কেউ ৮ ঘণ্টাই করলে ওয়েলকাম করবো। এই সুযোগ শুধু মুসলমানদের জন্য নয়। সব ধর্মের মায়েদের জন্যই থাকবে।

এছাড়া নারীদের জরুরি প্রয়োজনের জন্য মার্কেটে পর্যাপ্ত ওয়াশরুম, নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারী-পুরুষ উভয়ের সমন্বয়েই আমরা মানবিক সমাজ চাই। আল্লাহ যে প্রাকৃতিক নিয়ামত দিয়েছেন তাকে মেনে নিয়েই এসব কাজ করতে চাই।

জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারি দুটি ভোট আছে। এরমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ মানে বাংলাদেশ জিতে যাওয়া, হ্যাঁ মানে আজাদী, হ্যাঁ জেতা মানে ফ্যাসিবাদ ফিরে না আসা। ন্যায় ও ইনসাফের পক্ষে হ্যাঁ বিজয়ী করতে হবে।

একইসঙ্গে বেশি অতীতে যাওয়ার প্রয়োজন নেই, চব্বিশের বিপ্লবের পর কার আচার-আচরণ, কার চলাফেরা কেমন তা পরিস্কার হয়ে গেছে। যাদের ওপর আস্থা রাখতে পারবো। যারা আমানত রক্ষা করতে পারবে। তাদের পক্ষে আমরা ভোট দেব।

জামায়াত আমির বলেন, ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। তাহলে আমরা সবার আমানত পৌছে দিতে পারব। আমরা একটি পরিশিলিত, সভ্য ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেখানে যুবক-যুবতিদের প্রফেশনাল শিক্ষা দেওয়া হবে, যাতে তারা কাজ নিয়ে থাকতে পার। কোনো বেকার ভাতা দেওয়া হবে না, এটা অপমানের শামিল। আমরা তাদের হাতে কাজ তুলে দেব।

তিনি বলেন, ১২ তারিখের বিজয় জামায়াতের না হয়ে ১৮ কোটি মানুষের বিজয় যেন হয়। তাহলে জামায়াতের বিজয় হবে। আমরা সত্যিকার মানবতার বিজয় চাচ্ছি। কোনো ধর্ম-বর্ণ দেখবনো না। আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবেই সবাইকে দেখবো। আগামী দিনের বাংলাদেশ হবে মা বোনদের ইজ্জতের বাংলাদেশ। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ। ন্যায়-ইনসাফের বাংলাদেশ।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির ও ঢাকা-১৫ আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াতের মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করব

ঢাকা-৪ আসনে গণসংযোগের সময় জামায়াতের মহিলা নেত্রীর ওপর হামলা

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব: জামায়াত আমির

নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার ১১ সচিত্র তথ্য প্রকাশ জামায়াতের

বৈষম্যবিহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই জামায়াতের মূল লক্ষ্য

বিজয়ী হলে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করা হবে: জামায়াত আমির

প্রথমবারের মতো সমাবেশ করবে জামায়াতের মহিলা বিভাগ

মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

বিভিন্ন জায়গার ডিসি-এসপিরা পক্ষপাতিত্ব করছেন: ডা. তাহের

নির্বাচনি প্রচারে হামলা, মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতের