বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মহিলা দায়িত্বশীল সমাবেশ। সোমবার জামায়াতের মহিলা বিভাগ রামপুরা-বাড্ডা অঞ্চলের উদ্যোগে এই সমাবেশ উপস্থিত ছিলেন ঢাকা ১১ আসনের ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান সহ ১০দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
সমাবেশে ১০ দলীয় জোটের নেতাকর্মীরা নির্বাচনে সম্মিলিতভাবে কাজ করার রূপরেখা এবং আশাবাদ ব্যক্ত করেন।