জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
এর আগে শনিবার বিকেল ৫টার দিকে এনসিপি এক বার্তায় জানায়, সংবাদ সস্মেলনে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।